শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে দেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের জনজীবন ও জীবিকা নির্বাহকারী কার্যক্রম। কনকনে হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন প্রয়োজনীয় ও দৈনন্দিন কাজের জন্য বাড়ির বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে দৈনিক আয়ের উপর নির্ভরশীল নিম্ন আয়ের খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষজনকে অপরিসীম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা যা যেকোনো মূহুর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে এবং ভোর ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা এই মূহুর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল শনিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।