Tuesday, December 16, 2025

চট্টগ্রামে কুটুমবাড়ি রেষ্টুরেন্ট কে জরিমানা

[acf field="reportername"]
আরও পড়ুন

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে বন্দর নগরী চট্টগ্রামের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিমের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকিকালে এ জরিমানা আরোপ করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, ওয়াসার মোড় এলাকায় অবস্থিত কুটুমবাড়ি রেস্তোরাঁয় আজকে অভিযান চালিয়েছি। অভিযানে ওদের রান্নাঘরে গিয়ে দেখলাম–অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। এই ধরনের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না এবং প্রক্রিয়াকরণের দায়ে এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img