স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নুর জাহান বেগম বলেছেন হাটহাজারী উপজেলায় সরকারিভাবে ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রচেষ্টা চলছে। গতকাল শুক্রবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার জাগৃতি ক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী নানা আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের তরুণ প্রজন্মকে সৃজনশীল করে তুলতে হলে শিক্ষাব্যবস্থা ও সামাজিক পরিবেশে বড় পরিবর্তন আনা প্রয়োজন। বর্তমানে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও সৃজনশীল কাজের সুযোগ কমে আসছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তরুণদেরকে সৃজনশীল কাজে মনোনিবেশ করাতে হবে। যদি আমরা এটি করতে পারি, তাহলে সমাজে অনেক বড় বড় অর্জন সম্ভব হবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ডা. মো. আবু তৈয়ব, প্রফেসর জাহিদ মাহমুদ প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা
