
ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জেরে গ্রেপ্তার করা হয়েছে ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তকে।
শনিবার সকালে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর কলকাতা পর্বে চরম হট্টগোল, দর্শকদের ভাঙচুর এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার পরই তাকে আটক করে পুলিশ। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শতদ্রু দত্ত হলেন এই মেগা ইভেন্টের প্রধান উদ্যোক্তা ও প্রমোটার। তার প্রতিষ্ঠান ‘এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’-এর উদ্যোগেই ১৪ বছর পর ভারতে পা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে ফুটবল সম্রাট পেলে এবং দিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় আনার নেপথ্যেও ছিলেন তিনি। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভারতে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শতদ্রু। কিন্তু মেসির অনুষ্ঠান আয়োজনে চরম ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই যেতে হলো। শনিবার সকালে স্টেডিয়ামে মেসি পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিকিট কাটা দর্শকরা অভিযোগ করেন, তারা মেসিকে একনজর দেখার সুযোগই পাননি। স্টেডিয়ামে মেসি প্রবেশ করামাত্রই রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি এবং তাদের সহযোগীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন। এই ‘মানব প্রাচীর’-এর কারণে গ্যালারিতে থাকা সাধারণ দর্শকদের দৃষ্টি থেকে আড়াল হয়ে যান মেসি। পরিস্থিতি সামাল দিতে মাইকে শতদ্রু দত্ত বারবার ভিড় সরানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘দয়া করে তাকে একা ছেড়ে দিন, মাঠ খালি করুন।’ কিন্তু তার এই আহ্বান ভিআইপিদের কানে পৌঁছায়নি। মেসি নিজেও এই পরিস্থিতিতে বিভ্রান্তি ও অস্বস্তিতে পড়ে যান। সূত্র মতে মাত্র ৫ মিনিট বা কিছু বেশি সময় মাঠে অবস্থানের পর নিরাপত্তার স্বার্থে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
অনলাইন ডেস্ক
