রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

জঙ্গল ছলিমপুরে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত

গুরুতর আহত তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের হামলায়’ এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। নিহত আবদুল মোতালেব র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে জঙ্গল ছলিমপুরে র‌্যাব -৭ অভিযানে যায়। সেসময় ‘স্থানীয় সন্ত্রাসীরা’ র‌্যাব সদস্যদের ওপর ‘অতর্কিত হামলা’ চালায়।”

র‌্যাব বলছে, ‘হামলায়’ ডিএডি মোতালেবের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় র‌্যাব-৭ এর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিঙ্ক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল ছলিমপুর।

খাস জমির ৩ হাজার ১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল ছলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’।

স্থানীয় লোকজনদের কেউ কেউ বলেন, ২০০৪ সালে থেকে সেখানে বসতি শুরু হয়। বর্তমানে ৮-১০ হাজার পরিবারে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস সেখানে। পুরো এলাকাকে ১১টি ‘সমাজে’ ভাগ করা হয়েছে ব্যবস্থাপনার সুবিধার জন্য।

এলাকাবাসীর দাবি, কম টাকায় ‘জমি কিনে’ সেখানে বসতি স্থাপন করেন দেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল মানুষ। দেশের প্রায় সব জেলার মানুষই রয়েছে সেখানে, যাদের অধিকাংশ রিকশাচালক, ঠেলাগাড়ি চালক, দিনমজুর, হোটেল বয় ও গার্মেন্টম শ্রমিক।

এলাকাটির ভেতরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কেজি স্কুল, এতিমখানা, কবরস্থান, মন্দির, কেয়াং, গির্জা, শ্মশান বাজার সবই আছে।

জঙ্গল ছলিমপুর

সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় সেখানে সংবাদকর্মীরা ‘প্রবেশ করতে পারেননি’। অবৈধ এ বসতির নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে। বিভিন্ন সময়ে সেখানকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের খবর আসে।

২০২২ সালে এ খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছিল সরকার। তখন উচ্ছেদ অভিযানে বারেবারে বাধার মুখে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। টানা উচ্ছেদ অভিযানে সেখানে ‘পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্ট’ বসিয়েছিল জেলা প্রশাসন।

২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে আবারও ‘স্থানীয় সন্ত্রাসীদের’ তৎপরতা বেড়ে যায়। কয়েকবার সংঘর্ষ ও খুনোখুনি ঘটনা ঘটে।

২০২৫ সালের ৪ অক্টোবর ভোরে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়। তখন গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। কিন্তু স্থানীয়দের হামলার শিকার হন দুই সাংবাদিক।

সম্পর্কিত খবর

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ...

ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জনাব তারেক রহমানের

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে (উপজেলা মিনি স্টেডিয়াম) নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান...

সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ...

জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ...

মুম্বাই ফিরেই দুর্ঘটনার মুখে অক্ষয়, তারপর যা করলেন নায়ক

বিদেশ সফর শেষে সোমবার সন্ধ্যায় মুম্বাই ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না। তবে বড় দুর্ঘটনা...

সরকারহাট বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

হাটহাজারীর সরকারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত...
সর্বশেষ সর্বাধিক পঠিত