রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর।

মেইল ডেক্স

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী।বুধবার এক বিজ্ঞপ্তিতে মুহিবুল্লাহ বাবুনগরী এ বার্তা দিয়েছেন।

হেফাজতের আমীরের বিবৃতি বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

“আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই অগাস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান, আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি।”

দলটির একক পথচলা আগামীতে ‘ভালো অবস্থা তৈরি করবে’ বলেও মন্তব্য করেন বিবৃতিতে হেফাজতের আমীর।

“আলহামদুলিল্লাহ! মওদূদিবাদীদ জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।

“জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমীর এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।”

নিজেদের অবস্থান তুলে ধরে হেফাজতে ইসলাম ‘বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নিবে না’ জানিয়ে বিবৃতিতে সংগঠনের আমীর মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।”

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি।

বিবৃতিতে বাবুনগরী বলেন, “একই সাথে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একই সাথে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করছি।”

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে গেল শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার পেছনে আদর্শগত ও রাজনৈতিক—উভয় কারণই দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে জামায়াতে ইসলামের বর্তমান নীতি শরিকদের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা পর্যালোচনা করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল।

সম্পর্কিত খবর

ভারত ও আরব আমিরাতের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ জানুয়ারি সোমবার ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও...

নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : জনাব তারেক রহমান

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি কোটা রাখা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। তিনি...

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী নেতা জাহেদুল হক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার হযরত...

বৈধ অস্ত্র থানায় জমাদানের নির্দেশ

নিকটবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর...

‘কথা বলছে না কেন, আমার আব্বুর কী হয়েছে ?

‘আমার আব্বুর কী হয়েছে? আমার আব্বু কথা বলছে না। আব্বু কি আর আসবে না।’মঙ্গলবার (২০ জানুয়ারি) পতেঙ্গায় র‍্যাব ৭–এর কার্যালয় প্রাঙ্গণে উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উদারপন্থী বনাম উগ্রপন্থীদের লড়াই : বিএনপির মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠিন পরীক্ষা মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, দেশ উদার...
সর্বশেষ সর্বাধিক পঠিত