রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

‘মানুষের ডাকে ও সময়ের দাবিতে’ নির্বাচনী মাঠে – সাঈদ আল নোমান

সুযোগ ও সময় পেলে বাবা প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের দেখানো পথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব

কমল দাশ

‘মানুষের ডাকে ও সময়ের দাবিতে’ তিনি নির্বাচনী মাঠে জানিয়ে সাঈদ আল নোমান বলেন, নিজের রাজনৈতিক পদ পদবি বা কোন জায়গায় পৌঁছার অভিলাষে আমি এখানে দাঁড়ানো নই। আমি সারাজীবনের জন্য মানুষের প্রতি কমিটেড। শুধু ১২ তারিখের জন্য না।

সুযোগ ও সময় পেলে বাবা প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের দেখানো পথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই আশার কথা জানান।

সাঈদ আল নোমান বলেন, “৫ বছরের মধ্যে আমার উদ্যোগ সামনে চলে আসতে হবে। সফল হব কিনা তা আমিও জানি না। কিন্তু চেষ্টা দৃশ্যমান হতে হবে। বাণিজ্যিক রাজধানীর ১৬ দফা আবার বাবা ২০০৩ এ কেবিনেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে পেশ করেছিলেন।

“দেশনেত্রী কেবিনেটে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। ১৬ দফার একটার প্রস্তাবনা আমার বাবা নিজ হাতে লিখে ম্যাডামের কাছে পেশ করেছিলেন। এটা হলো একটা উদ্যোগ, একটা প্রচেষ্টা। কিন্তু বাকি ২২ বছর আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে পারি নাই। যদি সময় সুযোগ আমরা পাই, সেই প্রচেষ্টা চালিয়ে চট্টগ্রামকে আসল অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে হবে।”

“আমার যে কর্তব্য সেটা সঠিকভাবে করতে পারব কিনা সেই জায়গা থেকে খুব ভয় কাজ করছে। আমার কোন ভুলে যেন মানুষের কোন বিপদ না হয়। আমার ভুল হলে আপনারা পথ দেখাবেন।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম নির্বাচনী ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান

তিনি বলেন, “সামনের দিনগুলোতে পলিসি মেকিং প্রসেসে কি অবদান রাখতে পারি বা রাখার কোন সম্ভাবনা ও যোগ্যতা আছে কিনা সেই দিকটি জনগণের অনেকগুলো বিবেচনার মধ্যে একটি বিবেচনার বিষয়। মানুষের জন্য কোনটা উপকারী ও টেকসই উন্নয়ন সেটাই সংসদের বড় একটা কাজ। নির্বাচিত হতে পারলে সেই লক্ষ্যে কাজ করব।”

সাঈদ আল নোমান বলেন, “প্রথম দিন হালিশহরের সাধারণ মানুষ বলেছিল, পানির ও রাস্তার সমস্যা এবং কিশোর গ্যাংয়ের কথা। বলেছিল, খুবই বিপদে আছি। এটা অনেক দিনের একটা প্রাকটিস হয়ে গেছে আমাদের শহরে।

নিজ নির্বাচনী এলাকার মধ্যে হালিশহর-পাহাড়তলিতে কোন সরকারি হাসপাতাল না থাকা, জলাবদ্ধতার সমস্যা, বিধস্ত রাস্তাঘাট মেরামতে কাজ করবেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবনার কথা জানতে চাইলে সাঈদ আল নোমান বলেন, “বন্দর শুধু জাহাজ আসবে আর যাবে এরকম কিছু না। বন্দরে আরো অনেক একটিভিটি আছে। চট্টগ্রামের গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে অনেক বিনিয়োগ দরকার।

“আমার প্রথমদিন থেকে একটি বক্তব্য ছিল আমাদের নেতৃবৃন্দের কাছে, আমার মিছিল বড় হতে হবে না। দয়া করে আমার মিছিলে যেন কোন কিশোর না থাকে। তাদের রাজনীতি ও মিছিলে অংশ নেবার বয়সও হয়নি, প্রয়োজনও নেই।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম নির্বাচনী ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান

উন্নয়ন কাজে সমন্বয়হীনতার সমস্যার সমাধান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগের মেয়ররা একই কথা বলে যাচ্ছেন। এটা মূলত সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসার মত সংস্থাগুলোকে একটা জায়গায় আসতে হবে। পলিসির কোন রোল থাকলে সেই রেকমেনডেশন আমি অবশ্যই দিব।”

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের পথে কোন চ্যালেঞ্জ দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জয় পরাজয় নিয়ে যিনি ভাবলেন তিনি প্রথমে নিজের কাছে হেরে গেলেন। যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে মানুষের ভোটে যে জিতবে তাকেই সাধুবাদ দিব। অন্য কেউ হলে তাকে সহযোগিতা করব কাজগুলো করার জন্য।”

তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কিভাবে জবাবদিহি করবেন জানতে চাইলে তিনি বলেন, “সেজন্যই গণতন্ত্র ও নির্বাচন। যদি নির্বাচিত করেন, আমি শুধু বাবার পুত্র নই। নিজেরও কিছু কাজ আছে। মানুষ যদি মনে করে আপনি কিছু করতে পারেননি তাহলে তারা পাঁচ বছর পর সুযোগ পাবেন আরেকজনকে ভোটের মাধমে নিয়ে আসার।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমল দাশ
নির্বাহী সম্পাদক, চট্টগ্রাম মেইল।

সম্পর্কিত খবর

আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে

আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুর ২ টায় বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে...

আজ নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৯ তম জন্মবার্ষিকী

আজ অখন্ড ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত ও অবিস্মরণীয় সর্বাধিনায়ক, মহান বিপ্লবী নেতাজী সুভাসচন্দ্র বোসের১২৯ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের...

জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ...

সরকারহাট বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

হাটহাজারীর সরকারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত...

দেশে ১০-১৫ টি ব্যাংকই যথেষ্ট : বাংলাদেশ ব্যান্কের গভর্নর

প্রয়োজনের অতিরিক্ত বাণিজ্যিক ব্যাংকের কারণে প্রশাসনিক জটিলতা ও ব্যয় বেড়েছে। ব্যাংকের সংখ্যা কমলে ব্যয় কমবে এবং ব্যাংকিং খাত লাভজনক হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের...

নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : জনাব তারেক রহমান

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি কোটা রাখা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত