রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

তার ভাষায়, “আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে”।

তিনি বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান।

এদিকে, বিসিবি সভাপতি বলেন, “আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো”। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, “আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই”।

প্রসঙ্গত, বাংলাদেশের আবেদনের ওপর বুধবার বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় চেয়ে নেয়।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার মুখে

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়...

চিন্ময়সহ ৩৯ জনের বিচার শুরুর আদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর...

জঙ্গল ছলিমপুরে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের হামলায়’ এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে।...

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী নেতা জাহেদুল হক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার হযরত...

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতের বিজেপি

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিবন্ধিত সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার বিশাল রেকর্ডের অধিকারী হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির সদস্য সংখ্যা পৌঁছেছে ১৮০...

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ...
সর্বশেষ সর্বাধিক পঠিত