আজ অখন্ড ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত ও অবিস্মরণীয় সর্বাধিনায়ক, মহান বিপ্লবী নেতাজী সুভাসচন্দ্র বোসের১২৯ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অন্যতম, মতান্তরে সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও দেশপ্রেমিক।
ইংল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি ভারতীয় সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হলেও দেশের স্বাধীনতার জন্য সেই চাকরি ত্যাগ করেন। তিনি বিশ্বাস করতেন যে, শক্তিশালী আন্দোলন ছাড়া ভারতকে স্বাধীন করা সম্ভব নয়। তাই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এই ঐতিহাসিক আহ্বান জানান।
নেতাজীর সাহস, ত্যাগ ও দেশপ্রেম আজও মানুষকে অনুপ্রাণিত করে। তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। একাধিক সূত্র মতে নেতাজী সুভাসচন্দ্র বোস ১৯৪৫ সালের ১৮ আগষ্ট একটি রহস্যময় বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা বলা হলেও তার স্বপক্ষে তেমন শক্তিশালী তথ্য – উপাত্ত উপস্থাপন করা যায়নি। তাই বিশ্বরাজনীতির ইতিহাসে নেতাজী সুভাসচন্দ্র বোসের অন্তর্ধান আজও সবচাইতে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর মধ্যে একটি।
