দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের অবিশ্বাস্য ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে কাপ্তান সাবিনা খাতুনের দল। এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মেয়েদের এনে দিলো প্রত্যাশিত সাফল্য।
সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল।
টুর্নামেন্টে জুড়ে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মোট ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।
