শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

আগে মাফ চান, তারপর ভোট চান : বিএনপির মহাসচিব

৭১ এর ভূমিকার জন্য জামায়াতকে মাফ চাইতে বললেন জনাব ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পেট্রোল পাম্প ট্যাংক সবই নিয়ে গিয়েছিল। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল- এটাও আমরা জানি। তারপর তিনি নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, আগে একাত্তর সালের জন্য মাফ চান তারপর ভোট চান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷

জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি৷ হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে৷ যদি কৃষির উন্নতি হয়, তাহলে আমাদের উন্নতি হবে৷ তিনি আরও বলেন, আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব৷ বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি ১৮ বছর৷ যেদিন প্রথম এলেন, সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল। প্রথম দিন স্টেজে উঠে বললেন, আমার একটি পরিকল্পনা আছে৷ পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। তিনি আমাদের মায়েদের উন্নতি করতে চান। সেটা হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বীজ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন৷

নির্বাচনী জনসভাটিতে দলটির স্থানীয় পর্যায়ের বিএনপি ও বিভিন্ন অংগ-সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশের পক্ষের একমাত্র শক্তি বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি - এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার ২৩ জানুয়ারি কক্সবাজারের চকরিয়ায়...

শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার ২৮ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান।...

বিএনপি বেকার সমস্যার সমাধান করবে : জনাব তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি...

চিটাগাং ক্লাবে পিঠা উৎসব সম্পন্ন

চিটাগাং ক্লাবের উইমেন অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে সম্পন্ন হলো পিঠা উৎসব। ক্লাব সুইমিংপুল চত্ত্বরে গত ২৩ জানুয়ারী সকাল থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। উৎসবে হরেক...

অবৈধভাবে পাহাড় কাটছে বিপিসি,ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ পরিবেশন অধিদপ্তরের

নগরীর সার্সন রোডস্থ জয়পাহাড়ে নিজস্ব ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। গতকাল পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরজমিনে জয়পাহাড় পরিদর্শন করে...

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক।...
সর্বশেষ সর্বাধিক পঠিত