শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে : জনাব আবু সুফিয়ান

নির্বাচনী প্রচারণায় জনাব আবু সুফিয়ান ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দলীয় নেতাকর্মীদের অভিমত।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণ দ্বারা পরীক্ষিত একটি রাজনৈতিক দল। বাংলাদেশের জন্ম ও বেড়ে উঠার সাথে বিএনপির নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং বিএনপিকে নতুন করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি বিএনপি জনগণ থেকে ফলাফল বুুঝে নিবে। জনগণ রায়ে বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। অন্যথায়, জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবে। এটাই গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য্য।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের আনসার ক্লাব, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, ওসমানী গলি, চাক্তাই এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া’র জানাজা এবং তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনের দিন লাখো জনতার উপস্থিতি প্রমাণ করেছে এদেশের মানুষ বিএনপিকে তাদের হৃদয়ের মনিকোঠায় স্থান দিয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে মানুষ অতীতে যেভাবে উন্নয়ন ও জীবনের স্বপ্ন গেঁথেছিল, ঠিক তেমনিভাবে তারেক রহমানকে ঘিরে তারা আবারোও স্বপ্ন বুনছে। ১৮ কোটি মানুষের স্বপ্ন এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জেগে উঠছে। মানুষের বিশ্বাস- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে “বাংলাদেশ” এর সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে একটি বিপর্যস্ত রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছেন। বাংলাদেশের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অবদান দেশের অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে। তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনে- দেশের মানুষ সুংসঠিত করে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিধ্বস্ত রাষ্ট্রকে মেরামতে ও রাষ্ট্রগঠনে জাতির জন্য ৩১দফার রুপরেখা প্রণয়ন করেছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি। বক্তব্য রাখেন হাজী বেলাল, হাজী নুরুল আকতার, এস. এম মফিজউল্লাহ, কে এম পিয়ারু, জসিম উদ্দিন মিন্টু, নুর হোসেন নুরু, নকিব উদ্দিন ভুইয়া, আব্দুর রাজ্জাক, এস এম ফরিদ, মো. সেলিম, মো. ইদ্রিস, আমিরুল ইসলাম সাজু, রফিক সও. আব্দুল খালেক, আলহাজ্ব জাকির হোসেন, নুরুল আলম মজনু, রফিকুল আলম, মো. হাসেম, মো. বেলাল, মো. মামুন প্রমুখ।

সম্পর্কিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকার নির্দেশ সেনাপ্রধানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল পটুয়াখালী ও খুলনা...

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি প্রত্যাখ্যান করে ইরান দাবি করেছে, সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ...

ইতিহাসের স্বাক্ষী হওয়ার অপেক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান

ছবি : সংগৃহীত বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী সমাবেশ ও দলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতাকে কেন্দ্র করে দলের সকল...

বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পওয়ার, মৃত আরও ৪

ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি(এনসিপি)-এর নেতা অজিত পওয়ার।...

তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে : সাঈদ আল নোমান

আধুনিক পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের নগরে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী...

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক।...
সর্বশেষ সর্বাধিক পঠিত