Tuesday, December 16, 2025

ভারত সফরে লিওনেল মেসি

[acf field="reportername"]
আরও পড়ুন
ফাইল ফটো – লিওনেল মেসি

‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফর সূচির আওতায় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা শহরে পা রাখলেন আর্জেন্টাইন ফুটবল গড লিয়োনেল মেসি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। তোলা হচ্ছিল নিজস্বী এবং ভিডিয়োও। জানা গিয়েছে, মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ছিলেন বলিউড কিং শাহরুখ খানও।  কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিমানবন্দর থেকে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা।

শুক্রবার রাতে জনগণের ঢল দেখার মতো ছিল বিমানবন্দরে। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষায় ছিলেন ক্ষুদেরাও। বিমান বন্দরের গেট নম্বর চারের বাইরে মেসিকে এক ঝলক দেখে উত্তেজিত প্রত্যেকে। কড়া নিরাপত্তার মধ্যে তিনি কার্গো গেট দিয়ে গাড়ি করে হোটেলের উদ্দেশে রওনা হন। ১৪ বছর পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের শহরে দেখে উৎসবে মাতলেন ফুটবল পাগল কোলকাতা শহরের ফুটবলপ্রেমীরা। সফরসূচি অনুসারে মেসি কোলকাতা থেকে হায়দ্রাবাদ যাবেন।

সূত্র – আনন্দবাজার অনলাইন

 

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img