রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির স্বার্থে নরম হওয়ার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি। জার্মানির রাজধানী বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন তিনি। জ়েলেনস্কি মঙ্গলবার বলেন, ‘‘ইউক্রেনের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব তৈরির কাজ চলছে। দ্রুত তা মস্কোর কাছে পৌঁছবে।’’ যুদ্ধবিরতির শর্ত হিসেবে কিভ যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে সায় দিয়ে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগদানের প্রচেষ্টা বন্ধ করবেন, সে বার্তাও দেন তিনি। জ়েলেনস্কি বলেন, ‘‘যুদ্ধ বন্ধের পর কিভের জন্য প্রস্তাব করা নিরাপত্তা নিশ্চয়তাগুলি নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে।’’
এর পরের ধাপে চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করা হবে জানিয়ে তাঁর দাবি, ‘‘সেগুলি প্রস্তুত হলেই এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা।’’ যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে বলেও জানিয়েছেন জ়েলেনস্কি। প্রসঙ্গত, সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার-সহ ইউরোপের নেতারা কিভকে নিরাপত্তা নিশ্চয়তার একটি প্রস্তাব দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাকে সহায়তা এবং দেশটির আকাশ ও জলসীমা রক্ষার জন্য ইউরোপের নেতৃত্বে একটি বাহিনী গড়ে তোলা হবে। এ ছাড়া ভবিষ্যতে হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আইনি প্রতিশ্রুতি দেবে ইউরোপ। তালিকায় ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগ দেওয়ার ক্ষেত্রে ইউরোপের সমর্থনের কথা বলা হয়েছে। ইউক্রেনের নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও দেশটিকে সহায়তা করবে ইউরোপ। এই বাহিনীর সেনাসংখ্যা আট লক্ষের মধ্যে সীমিত থাকবে। যদিও ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ‘ছাড়পত্র’ দিলেও তাদের সেনা সংখ্যা আট লক্ষের এর চেয়ে অনেক কম থাকতে হবে বলে জানিয়েছে মস্কো।
সংবাদ সূত্র – আনন্দবাজার
