ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হল— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই নির্দেশনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা নথিপত্রে ভ্রমণকারী ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
আগে থেকেই লাওস ও সিয়েরা লিওন আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। নতুন আদেশে দেশ দুটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হল। নতুন এই সাত দেশ ছাড়াও আরো ১৫টি দেশের ওপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হল— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, বর্তমানে ভিসাধারী, ক্রীড়াবিদ, কূটনীতিক এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে সম্প্রতি বেশ কয়েকটি স্থানে মার্কিন বাহিনীর উপর হামলা হওয়ার কারণেই নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অনলাইন ডেস্ক
