রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

তিনি কি পড়ছেন? জাইমা রহমানের পেছনের বইটার নাম কী?

নিজস্ব প্রতিবেদক

জাইমা রহমান : একজন ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা বিমানে একটি সেলফি তুলেছেন ছবিতে তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেখা যাচ্ছে। এছাড়া জাইমা রহমানের ঠিক পাশেই একটি বই দেখা যাচ্ছে। এই বইটি তিনি হয়তো আগে থেকে পড়ছেন এবং ভ্রমণেও সেটি পড়ছেন এটা অনুমান করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন তিনি কি পড়ছেন। কি বই এটি সে বিষয়ে পাঠকের কৌতুহল থাকতে পারে। বইটির নাম – দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ (The Penguin Book of Bengali Short Stories)।
জাইমা রহমান ভবিষ্যতে দলের নেতৃত্ব দিবেন এটাও পরম্পরা একটি ধারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস হিসেবে যদি আমরা দেখি। বাংলাদেশের শেকড়ের রাজনীতি করতে গেলে বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং মানুষের জীবন যাপন অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্যাপক ধারণা থাকতে হবে। এদেশের মানুষ কি চায় এদেশের মানুষের সংস্কৃতি কি এদেশের মানুষের অধিকার কি এদেশের মানুষের জীবন যাপন ইত্যাদি ইত্যাদি। এ বইয়ের কয়জন লেখককে আমি ব্যক্তিগতভাবে চিনি। খুবই গুরুত্বপূর্ণ লেখক তার মধ্যে মনোরঞ্জন বেপারীর বেশ কয়েকটি বই আমি পড়েছি। তার চন্ডাল জীবনের ইতিবৃত্ত বইটি বাংলা সাহিত্যে অসাধারণ একটি বই দলিত শ্রেণীর মানুষদের নিয়ে। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন এমপি। ফেসবুকে দীর্ঘদিনের আমার বন্ধু মাঝেমধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, উনার সময় সুযোগে উত্তর দেন। এই মানুষটি একেবারে দলিত শ্রেণী থেকে উঠে আজ বিধানসভার সদস্য। তাই জাইমা রহমানকে তৃণমূল মানুষের অনুভূতি, চাওয়া পাওয়া বুঝতে হবে এবং নেতৃত্বে তাদেরকে তুলে আনার জন্য কাজ করতে হবে পেশি শক্তিকে পাশ কাটিয়ে। সেটা অবশ্যই তারেক রহমানের পরবর্তী সময়ের বিষয়।এখন শুধু নিজেকে তৈরি করার সময়। তাই হয়তো ভেবেছেন বইটি পড়া গুরুত্বপূর্ণ। এখন শুধু নিজেকে তৈরি করার সময়।
দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ (The Penguin Book of Bengali Short Stories) – বইটি যেটি বিখ্যাত অনুবাদক অরুণাভা সিনহা দ্বারা সম্পাদিত এবং অনূদিত বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ইংরেজি সংকলন। এই বইটি বাংলা ছোটগল্পের এক শতাব্দীরও বেশি সময়ের বৈচিত্র্যময় ধারাকে ইংরেজিভাষী পাঠকদের কাছে তুলে ধরে।
৫১২ পৃষ্ঠার এই সংকলনে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক যুগের লেখকদের মোট ৩৭টিরও বেশি ছোটগল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। গল্পগুলো ব্রিটিশ উপনিবেশিক শাসন, দেশভাগ, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ, শ্রেণিবৈষম্য, এবং পিতৃতন্ত্রের মতো বাংলার turbulent socio-political ইতিহাস ও সামাজিক বিষয়গুলোকে প্রতিফলিত করে।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সত্যজিৎ রায়, সেলিনা হোসেন, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো প্রখ্যাত লেখকদের পাশাপাশি সমরেশ বসু, মতি নন্দী, আখতারুজ্জামান ইলিয়াস, এবং মনোরঞ্জন ব্যাপারীর মতো লেখকদের কাজও স্থান পেয়েছে।

কমল দাশ

নির্বাহী সম্পাদক

চট্টগ্রাম মেইল

সম্পর্কিত খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর পানি ও ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।...

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ডা. ফজলুল হক

দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের...

সাকিব আবার লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার জন্য বাংলাদেশের যেসকল ক্রিকেট ভক্তরা মন খারাপ করে আছেন তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দারুণ একটি সুখবর দিয়েছে।...

অন্তর্বর্তী আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার !

১৮ মাস পার করেছে অন্তর্বতী সরকার৷ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিদায় নেবে ইউনূস সরকার৷ ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলেও ১৪...

আসন্ন নির্বাচন ভবিষ্যতের সকল নির্বাচনের জন্য মানদণ্ড হবে : প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়...

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে জনাব তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় যেকোনো আন্দোলন সংগ্রামে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করা বীর চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির...
সর্বশেষ সর্বাধিক পঠিত