হালিশহর গার্নাস পয়েন্ট এ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিশ্বতান কর্তৃক আয়োজিত বার্ষিক মিলন মেলা ও পিকনিক-২০২৬।বার্ষিক মিলন মেলা উদ্বোধক হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি দীপক কুমার পালিত,প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন এ এম মুন্না চৌধুরী প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ দোস্ত মোহাম্মদ,সাধারণ সম্পাদক চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক শিপলু কুমার দে, সমাজসেবক লায়ন সন্তোষ নন্দী ,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক কমল দাশ সহ রেডিও ও টেলিভিশনের শিল্পীগণ,গুণী মানুষ,মিডিয়া ব্যক্তিত্ব,কলাকুশলী,উপদেষ্টামন্ডলী,কমিটি মেম্বার,উদ্যোক্তা,প্রতিযোগিরা,অভিভাবকবৃন্দ প্রমুখ।
এই বার্ষিক মিলন মেলা ও পিকনিকে গেমস,ভোজন,কেক কাটা,সাংস্কৃতিক আর বন্ধু-পরিবারের সাথে স্মরণীয় কিছু মুহূর্ত কাটানো ছিল বার্ষিক মিলন মেলার আয়োজন। প্রাকৃতিক পরিবেশে বার্ষিক মিলন মেলায় যেন প্রাণ জুড়ানো আনন্দে ভরে ওঠেছিল। কেউ কেউ পিকনিকে খুঁজেছেন নস্টালজিক হয়ে যাওয়ার স্মৃতি।
