রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

আজ থেকে পোস্টাল ভোট শুরু

মূলত আজ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ ২১ জানুয়ারি বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

এই বিষয়ে আজ বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। ইসির অন্য এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে। পূর্বে প্রকাশিত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

সাকিব আবার লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার জন্য বাংলাদেশের যেসকল ক্রিকেট ভক্তরা মন খারাপ করে আছেন তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দারুণ একটি সুখবর দিয়েছে।...

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর পানি ও ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।...

সিডিএ’র জনবল নিয়োগ: পরীক্ষা না দিয়েই পাশ!

নানা অনিয়মে জর্জড়িত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জনবল নিয়োগে এবার লিখিত পরীক্ষা না দিয়েই পাশ করার অভিযোগ ওঠেছে। জানা যায়, জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের...

চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে ১৫টি প্রতিষ্ঠানের আয়োজনে চলছে সরস্বতী দেবীর আরাধনা।

চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও জে এম সেন হল প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে একাধিক প্রতিষ্ঠানের আয়োজনে ভিন্ন ভিন্ন মন্ডপে সরস্বতী পুজা। এই আয়োজনে ১৫টি প্রতিষ্ঠান...

ভয়াবহ ট্র্যাজেডি থেকে রক্ষা পেলো মিরসরাই !

ঘটনাটি সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটা মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা মহাসড়কে। একটি এলপিজি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান শতাধিক স্তুপ করা গ্যাস সিলিন্ডারের নিয়ে মহাসড়কে...

ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক : প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিগত ৭৬ বছরে ভারত একটি দরিদ্র দেশ থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে—একটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত