রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর।

মেইল ডেক্স

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী।বুধবার এক বিজ্ঞপ্তিতে মুহিবুল্লাহ বাবুনগরী এ বার্তা দিয়েছেন।

হেফাজতের আমীরের বিবৃতি বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

“আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই অগাস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান, আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি।”

দলটির একক পথচলা আগামীতে ‘ভালো অবস্থা তৈরি করবে’ বলেও মন্তব্য করেন বিবৃতিতে হেফাজতের আমীর।

“আলহামদুলিল্লাহ! মওদূদিবাদীদ জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।

“জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমীর এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।”

নিজেদের অবস্থান তুলে ধরে হেফাজতে ইসলাম ‘বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নিবে না’ জানিয়ে বিবৃতিতে সংগঠনের আমীর মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।”

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি।

বিবৃতিতে বাবুনগরী বলেন, “একই সাথে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একই সাথে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করছি।”

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে গেল শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার পেছনে আদর্শগত ও রাজনৈতিক—উভয় কারণই দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে জামায়াতে ইসলামের বর্তমান নীতি শরিকদের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা পর্যালোচনা করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল।

সম্পর্কিত খবর

আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সময় আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা...

চট্টগ্রামবাসী তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর...

‘কথা বলছে না কেন, আমার আব্বুর কী হয়েছে ?

‘আমার আব্বুর কী হয়েছে? আমার আব্বু কথা বলছে না। আব্বু কি আর আসবে না।’মঙ্গলবার (২০ জানুয়ারি) পতেঙ্গায় র‍্যাব ৭–এর কার্যালয় প্রাঙ্গণে উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব...

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত...

গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : জনাব তারেক রহমান

আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক...

নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থেই কাজ করবো : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভনের রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা। বিএনপির সবসময় মানুষের পক্ষে কথা বলেছে। মানুষের উন্নয়নের...
সর্বশেষ সর্বাধিক পঠিত