টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছে। এইসময়ের মধ্যে বাংলাদেশ তাদের অবস্থান না পাল্টালে বিশ্বকাপ থেকে বাদ পড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশ্ব ক্রিকেটে এমন কঠোর বার্তা সচরাচর দেখা যায় না, আর সেই কারণেই এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় গোটা ক্রীড়ামহল।
সূত্রের খবর, আইসিসি বোর্ড ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে। বাংলাদেশের জায়গায় প্রয়োজনে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে নীতিগতভাবে ভোট পড়ে গিয়েছে।
আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। ক্রিকেট কোনও দেশ বা সরকারের জন্য অপেক্ষা করে না। সূচি, সম্প্রচার চুক্তি, স্পনসর সবকিছুই নির্দিষ্ট পরিকল্পনায় বাঁধা। শেষ মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হলে গোটা ব্যবস্থাই বিপর্যস্ত হয়ে পড়ে। সেই কারণেই এতটা কঠোর অবস্থান।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি অংশগ্রহণের প্রশ্ন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবমূর্তির সঙ্গেও জড়িত। আজ যদি তারা শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, তবে আগামী দিনে আইসিসির বড় টুর্নামেন্টে তাদের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।এখন সবার নজর ঢাকার দিকেই। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি জানাবে, নাকি ইতিহাসের অন্যতম বড় সুযোগ হাতছাড়া করবে সেই উত্তর আসবে কয়েক ঘণ্টার মধ্যেই। একদিকে রাজনীতি, অন্যদিকে ক্রিকেটারদের স্বপ্ন এই দ্বন্দ্বের শেষ কোথায়, সেটাই এখন গোটা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।
