জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা সবাই অক্ষত ও সুস্থ আছেন। ঘটনার তাঁরা পর দ্রুত কর্মসূচি শেষ করে পরীবাগ এলাকায় চলে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি ও পরে ডিম নিক্ষেপ করা হয়। পরে তিনি গণমাধ্যমকে বলেন, তিনি যেহেতু সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন তাই চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।
