নগরের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির চেয়ারপার্সনের জনসভাকে কেন্দ্র করে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিশ্ছিদ্ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন উড়ানোসহ অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কিন্তু এতসব নিরাপত্তাও চোরকে আটকাতে পারেনি এবং নিরাপত্তা আসলেই কতটুকু কঠোর ছিলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট থানা জানিয়েছে।
