শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

সাবেক ডিএমপি কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মাননীয় আদালত। আজ সোমবার ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া বাকি দুজন কর্মকর্তা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এই মামলার আট আসামির মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড; শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড এবং ওই থানার তিন পুলিশ কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন আসামি রয়েছে এই মামলায়। এর মধ্যে শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার রয়েছেন। তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে। বাকি চারজন এখনো পলাতক রয়েছেন।

সম্পর্কিত খবর

নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থেই কাজ করবো : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভনের রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা। বিএনপির সবসময় মানুষের পক্ষে কথা বলেছে। মানুষের উন্নয়নের...

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : জনাব তারেক রহমান

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের  জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বক্তৃতা শুরু করে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা...

আসন্ন নির্বাচন ভবিষ্যতের সকল নির্বাচনের জন্য মানদণ্ড হবে : প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়...

কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য : জনাব সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে নির্বাচনী প্রচারণায় বিশ্বমানের কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, এলাকার মানুষের...

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণ দ্বারা পরীক্ষিত একটি রাজনৈতিক দল। বাংলাদেশের জন্ম ও বেড়ে উঠার সাথে বিএনপির নিবিড় সম্পর্ক রয়েছে।...

আমবাগানে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৭

নগরের খুলশী থানার আমবাগান এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পরকে...
সর্বশেষ সর্বাধিক পঠিত