বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই যুগান্তকারী ঘোষণা দেন। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে। দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। তাদের দাবি, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন হলো, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো দুজন সদস্য (মন্ত্রী) ছিলেন। বিএনপি যদি এতোই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? জনাব তারেক রহমান বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার সময় দেশে দুর্নীতি তলানিতে ছিল।
তিনি আরও বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগোনো যায় না, এজন্যই ফ্যামিলি কার্ড।আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ২২ বছর পর জনাব তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ও প্রিয় নেতার বক্তৃতা শেনার জন্য কাতারে কাতারে অগুনতি মানুষ জড়ো হয় সমাবেশস্থলে। বিএনপির নেতা কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ সমাবেশস্থলে আসেন শুধুমাত্র জনাব তারেক রহমানের দিকনির্দেশক বক্তব্য শোনার জন্য। এবং উপস্থিত নেতা – কর্মী ও জনসাধারণের মতে জনাব তারেক রহমান একজন সত্যিকারের দেশ নায়কের মতোই ভাষণ দিয়েছেন।

এই কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
ময়মনসিংহের সমাবেশ সম্পন্ন করে ঢাকায় ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।
