বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই ৮৬ জন সিআইপি-র মধ্যে ৪১ জনই হলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি, যা এই অঞ্চলের প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানেরই প্রমাণ। প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাত সিআইপি সংখ্যায় এগিয়ে রয়েছেন।
বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য আরব আমিরাত থেকে ৪০ জন প্রবাসী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন, ১. মোহাম্মদ রুবেল চট্টগ্রাম (হাটহাজারী) ২.সাইফুল ইসলাম চট্টগ্রাম (হাটহাজারী) ৩. মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম (হাটহাজারী) ৪.মোহাম্মদ খালেদ চট্টগ্রাম (হাটহাজারী) ৫.আবুল হাসেম চট্টগ্রাম (হাটহাজারী) ৬.নিজাম উদ্দিন চট্টগ্রাম (হাটহাজারী) ৭.নূর নবী চট্টগ্রাম (হাটহাজারী) ৮.ওসমান গণি চট্টগ্রাম (ফটিকছড়ি) ৯.নজরুল ইসলাম চট্টগ্রাম (রাউজান) ১০.মোহাম্মদ সেলিম চট্টগ্রাম (রাউজান) ১১. সেলিম উদ্দিন চট্টগ্রাম (রাউজান) ১২.মোহাম্মদ জাফর চট্টগ্রাম (রাউজান) ১৩.মোঃ ওসমান আলী চট্টগ্রাম (রাউজান) ১৪.ফরিদুল আলম চট্টগ্রাম (রাউজান) ১৫. হাসান মোরশেদ চট্টগ্রাম (রাউজান) ১৬. মহিউদ্দীন তালুকদার চট্টগ্রাম (সাতকানিয়া) ১৭. শহিদুল ইসলাম চট্টগ্রাম (সাতকানিয়া) ১৮. মাহাবুল আলম চট্টগ্রাম (পাঁচলাইশ) ১৯. আবছার উদ্দিন চট্টগ্রাম (পটিয়া) ২০. শেখ আবদুল আজাদ চট্টগ্রাম (পাঁচলাইশ) ২১.মনজুরুল হক চৌধুরী চট্টগ্রাম (চান্দগাঁও) ২২. শফিকুল ইসলাম রাহী চট্টগ্রাম (চকবাজার) ২৩.রফিকুল ইসলাম কুমিল্লা ২৪. জয়নাল আবেদীন কক্সবাজার ২৫. আমিনুল হক চট্টগ্রাম (চান্দগাঁও) ২৬. শফিউল আলম বোয়ালখালী ২৭. মুহাম্মদ আবুল বছর পটিয়া ২৮. মজিবুর রহমার চাঁদপুর ২৯. মো: ইলিয়াছ নোয়াখালী ৩০. মঈন হোসেন ঢাকা (মোহাম্মদপুর) ৩১.রুকন উদ্দিন মৌলভীবাজার ৩২. আল আমিন জামালপুর ৩৩.ফাহিম আহমেদ সিলেট ৩৪ মো: সামছুজ্জামান ব্রাহ্মণ্যবাড়িয়া ৩৫. আব্দুল করিম মৌলভীবাজার ৩৬.কামরুল হাসান ঢাকা ৩৭.সিফাতউল্লাহ ঝালকাঠি ৩৮.আতিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ৩৯. শফিকুল ইসলাম কুমিল্লা ৪০.রাশেদুল হাসান মিন্টু নরসিংদী ।
এদিকে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই মর্যাদা পেয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ জুলপিকার ও সমান।
সিআইপি সংখ্যায় আমিরাতের প্রবাসীরা এগিয়ে থাকায় প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি এ ধারাবাহিকতা বজায় রাখারও অনুরোধ করেছেন ইউএই।
