সমগ্র দেশ যে সংবাদটি শুনতে চায় নি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের সেই সংবাদটিই দেশবাসীকে পরিবেশন করতে হচ্ছে। সবার সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকায় সন্ত্রাসীদের আক্রমণে ও গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ জনাব হাদির এই অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যুতে চট্টগ্রাম মেইল পরিবার গভীর শোক প্রকাশ করছে।