Friday, December 19, 2025

সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

যাবতীয় সহিংস ঘটনা পরিহার করে সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।

[acf field="reportername"]
আরও পড়ুন
সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংস সহ  সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষে একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। এতে আরো বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না এবং এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি আমাদের সকলের অবিচল অঙ্গীকার থাকা প্রয়োজন।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে  সরকারের পক্ষে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি। ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকার নিন্দা জানিয়ে বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান হবে না। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের নাগরিকদের উদ্দেশ্যে সরকারের বিবৃতিতে বলা জয়েছে, এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই—সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img