রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল প্রতীক বরাদ্দ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সময় আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচন আয়োজন ঘিরে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। তবে পোস্টাল ব্যালট ফেরত আসাটা নির্বাচন কমিশনকে বিব্রত করছে। নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানা গেছে।

আজ তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।পরশু বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন।

সম্পর্কিত খবর

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ...

রশিদের লাগবে আর ৯ ‘ধাপ’ চূড়ার নাম ‘৭০০

উইন্ডহকে গত রোববার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আফগানিস্তান। পরের দিন দুবাইয়েও একই ফল দেখা গেল সিনিয়রদের মুখোমুখিতে। টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সংস্করণে তিন...

ভারত ও আরব আমিরাতের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯ জানুয়ারি সোমবার ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও...

আসন্ন নির্বাচন ভবিষ্যতের সকল নির্বাচনের জন্য মানদণ্ড হবে : প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উদারপন্থী বনাম উগ্রপন্থীদের লড়াই : বিএনপির মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠিন পরীক্ষা মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, দেশ উদার...

১০ থেকে ১৫ বছর বোমার উপর কাপড় ধোওয়া হচ্ছিলো, উদ্ধার করেছে প্রশাসন!

২য় বিশ্বযুদ্ধের সময়ের একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা রামুর উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় উদ্ধার করা হয়েছে। দেড় দশক ধরে স্থানীয়রা বোমার ওপর দাঁড়িয়ে কাপড় ধুয়ে আসছিলেন।...
সর্বশেষ সর্বাধিক পঠিত