ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক। এছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদে রয়েছেন। তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, জাহেদুল হক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলার আসামি।
পুলিশের দেওয়া তথ্যমতে, জাহেদুল হকের বিরুদ্ধে-জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো, জমি দখল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ মামলা রয়েছে।
