রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মুহিত দেবনাথ, মো. মঈনুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দসহ যুব সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

সভায় ইউনিটের উপ–যুব প্রধান ১ মো. মাহামুদুর রহমানের সঞ্চালনায় বছরব্যাপী যুব রেড ক্রিসেন্টের উল্লেখযোগ্য মানবিক ও সেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বিভাগভিত্তিক রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপ–প্রধান অনন্ত সাহা।

প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপ–যুব প্রধান ২ ফয়সাল হোসেন। আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগের প্রধান মো. আবদুর রহমান। স্বাস্থ্য সেবা বিভাগর রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান মো. মাহাবুবুল আলম বাপ্পি। দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন উপ–প্রধান সিরাজুল করিম হিরো। তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান উম্মুল আঁখিয়ার। এ সময় তহবিল ও সম্পদ সংগ্রহ বিভাগের উপ–প্রধান রাকিব রায়হান উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন বিভাগীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচিত যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়নে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, গত এক বছরে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা ও যুব নেতৃত্ব উন্নয়নে যে সকল কার্যক্রম পরিচালনা করেছে, তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আজ যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা সকলের জন্য অনুপ্রেরণা। পাশাপাশি যাঁরা নীরবে নিরলসভাবে কাজ করে গেছেন, তাঁদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সময় আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা...

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রকাশ্যে খোরশেদ আলম নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে থানার আমিন জুট...

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতের বিজেপি

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিবন্ধিত সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার বিশাল রেকর্ডের অধিকারী হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির সদস্য সংখ্যা পৌঁছেছে ১৮০...

চট্টগ্রামে বিএনপির সমাবেশে মাইক ও তার চুরি

নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল...

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম...

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : জনাব তারেক রহমান

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের  জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বক্তৃতা শুরু করে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা...
সর্বশেষ সর্বাধিক পঠিত