আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুর ২ টায় বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সৈনিক মোহাম্মদ আবু সুফিয়ানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এরপর বিকাল ৩ টায় নাসিমন ভবন থেকে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন এবং পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশ উপলক্ষে স্বাগত র্যালী বের করা হবে।
এই অনুষ্ঠান দুটির মাধ্যমেই সংসদীয় আসন চট্টগ্রাম – ৯ এ বিএনপির প্রার্থী জনাব মোহাম্মদ আবু সুফিয়ান নিজের এবং দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
