রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করলেন

গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : জনাব তারেক রহমান

যেকোনো দেশের সুষম উন্নয়নে গণতন্ত্রই আসল কথা এমনটাই অভিমত জনাব তারেক রহমানের।

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এসময় তিনি রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনার জন্য গণতন্ত্রই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন।‘দ্য প্ল্যান- ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নগরীর একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে। সভায় তারেক রহমান জানান, গত ১৭ বছর দেশের বাইরে থাকতে হলেও, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি। তিনি বলেন, গত ২০ বছরে দেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সে অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা বাড়েনি। এই সংকট সবচেয়ে বেশি অনুভব করছে তরুণ সমাজ। দেশ পরিষ্কার রাখতে হলে আগে গণতন্ত্র পরিষ্কার করতে হবে। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে কৃষকদের জন্য আলাদা কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারেক রহমান।অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন। সিলেট থেকে ঢাকায় যাতায়াতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও আলোচনায় উঠে আসে।তরুণরা জানান, তারা দেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা সরকার প্রধানকে ও দায়িত্বশীল ব্যক্তিদের সরাসরি জানাতে চান।

সম্পর্কিত খবর

অন্তর্বর্তী আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার !

১৮ মাস পার করেছে অন্তর্বতী সরকার৷ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিদায় নেবে ইউনূস সরকার৷ ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলেও ১৪...

নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : জনাব তারেক রহমান

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি কোটা রাখা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। তিনি...

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী নেতা জাহেদুল হক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার হযরত...

সাকিব আবার লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার জন্য বাংলাদেশের যেসকল ক্রিকেট ভক্তরা মন খারাপ করে আছেন তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দারুণ একটি সুখবর দিয়েছে।...

আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে

আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুর ২ টায় বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহত ২১, আহত বহু

স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের...
সর্বশেষ সর্বাধিক পঠিত