রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

বিপিএলের শিরোপা রাজশাহীর

ফাইনালে চট্টগ্রাম দিশা খুঁজে পেলো না।

অনলাইন ডেস্ক

বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালটি হলো অনেকটাই একপেশে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা নিশ্চিত করল রাজশাহী। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।আর এর মাধ্যমেই বিপিএলে দ্বিতীয় শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জ ন করেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন কিউই তারকা উইলিয়ামসন। উইকেটের এক প্রান্তে নিজের স্বভাবসুলভ খেলা খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটি পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

শেষ পর্যন্ত তানজিদের ইনিংস থামে ১০০ রানে। মাত্র ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও সাতটি ছয়ে সাজানো। আর দলনেতা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।চট্টগ্রাম রয়্যালসের সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেটের দেখা পেয়েছেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় সাজঘরের ফেরেন দুই ব্যাটার। ১০ বলে ৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। অন্যদিকে হাসান নেওয়াজের ব্যাট থেকে আসে ৭ বলে ১১ রান। চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান। তাকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে যান মির্জা বেগ। কিন্তু দুজনের ধীরগতির ব্যাটিংয়ের কারণে ম্যাচটি চট্টগ্রামের হাতের নাগালের বাইরে চলে যায়। ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান। আর আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন মির্জা বেগ। এরপর আসিফ আলি (১৬ বলে ২১) ছাড়া বাকী ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আমের জামাল (৫ বলে ৮), শরিফুল ইসলাম (০), তানভীর ইসলাম (১*) এবং মুকিদুল ইসলাম (১) ব্যর্থ হলে ১১১ রানেই থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ফাইনালে রাজশাহীর সফল বোলার বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া, হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট, জিমি নিশাম ২৪ রানে ২ উইকেট এবং একটি উইকেট লাভ করেন আব্দুল গাফ্ফার সাকলাইন।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার মুখে

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়...

জঙ্গল ছলিমপুরে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের হামলায়’ এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকালে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে।...

সাফ আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের অবিশ্বাস্য...

আজ নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৯ তম জন্মবার্ষিকী

আজ অখন্ড ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত ও অবিস্মরণীয় সর্বাধিনায়ক, মহান বিপ্লবী নেতাজী সুভাসচন্দ্র বোসের১২৯ তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের...

যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না : বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই...

‘কথা বলছে না কেন, আমার আব্বুর কী হয়েছে ?

‘আমার আব্বুর কী হয়েছে? আমার আব্বু কথা বলছে না। আব্বু কি আর আসবে না।’মঙ্গলবার (২০ জানুয়ারি) পতেঙ্গায় র‍্যাব ৭–এর কার্যালয় প্রাঙ্গণে উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব...
সর্বশেষ সর্বাধিক পঠিত