রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

চট্টগ্রাম আবারো একটি ঐতিহাসিক ভাষণের স্বাক্ষী হয়ে থাকলো

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : জনাব তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে দূর্ণীতি সমূলে উচ্ছেদ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের  জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বক্তৃতা শুরু করে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা কেমন আছেন)। এ সময় নেতাকর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন। রোববার ২৫ জানুয়ারি দুপুর ১টার আশেপাশে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় চট্টগ্রামের ভাষায় নেতাকর্মীদের এইভাবে স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান তাঁর নির্বাচনী বক্তৃতার শুরুতেই বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। তিনি আরও বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।

জনাব তারেক রহমান বলেন, যত পরিকল্পনা গ্রহণ করি, এগুলো বাস্তবায়ন করার জন্য দুটি বিষয়ের উপর অত্যন্ত কড়াকড়িভাবে নজর দিতে হবে। একটি হলো, মানুষের নিরাপত্তা। যাতে করে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। অতীতে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, আমাদের কেউ অন্যায় করলেও, আমরা ছাড় দিইনি। আগামীতে সরকারে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আরেকটি বিষয়টি হচ্ছে দুর্নীতি। বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে। অতীতে বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন করতে সক্ষম হয়েছিলেন। তাই আগামীতে দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

জনাব তারেক রহমান বলেন, আগামীতে বিএনপির ওপর আস্থা রাখুন। ধানের শীষে ভোট দিন। এবার ভোটের আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপর কেন্দ্রে যাবেন। সেখানে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে যাবেন। গত ১৫ বছর আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আবার এরকম একটি ষড়যন্ত্র হচ্ছে। তাই এবার ধানের শীষে ভোট দেন।তিনি বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাতে কারও পেট ভরবে না। কারও লাভ হবে না। বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। তাই আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। যাতে করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পায়।

বিএনপির চেয়ারপার্সন আরো বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। আপনারা কী আমাদের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে যোগ দিতে চান?। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে এবং অনেক তরুণদের কর্মসংস্থান হবে। সবমিলিয়ে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।

বক্তব্যের শেষে চট্টগ্রামের সকল আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ। এর আগে কঠোর নিরাপত্তায় বেলা সোয়া ১২টায় তারেক রহমান মঞ্চে ওঠেন। এসময় করতালিতে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে। বিএনপির চেয়ারম্যান হাত নেড়ে নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানান। সমাবেশে উপস্থিত ছিলেন উদয় কুমার বড়ুয়া, সাঈদ আল নোমান, মোহাম্মদ নাজিমুর রহমান, সরোয়ার জামাল নিজাম, আবু সুফিয়ান, মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সুকোমল বড়ুয়া, আসলাম চৌধুরী,  গোলাম আকবর খন্দকার, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোহাম্মদ এরশাদ উল্লাহ, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,  এস এম ফজলুল হক, হারুনুর রশিদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এম নাজিম উদ্দীন, আবুল হাশেম বক্কর, আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, লুৎফুর রহমান কাজল, ম্যামাসিং, জেরি প্রু চৌধুরী, বেগম নুরে আরা সাফা,  ইদ্রিস মিয়া, আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ, মোস্তফা কামাল, দীপেন দেওয়ান তালুকদার, মোহাম্মদ জসীমউদ্দিন, মোহাম্মদ এনামুল হক, নাজমুল মোস্তফা আমিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মোহাম্মদ নুরুল আমিন।

সম্পর্কিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উদারপন্থী বনাম উগ্রপন্থীদের লড়াই : বিএনপির মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠিন পরীক্ষা মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, দেশ উদার...

বৈধ অস্ত্র থানায় জমাদানের নির্দেশ

নিকটবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর...

ইতিহাসের স্বাক্ষী হওয়ার অপেক্ষায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান

ছবি : সংগৃহীত বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী সমাবেশ ও দলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তৃতাকে কেন্দ্র করে দলের সকল...

চিন্ময়সহ ৩৯ জনের বিচার শুরুর আদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর...

ভয়াবহ ট্র্যাজেডি থেকে রক্ষা পেলো মিরসরাই !

ঘটনাটি সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটা মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা মহাসড়কে। একটি এলপিজি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান শতাধিক স্তুপ করা গ্যাস সিলিন্ডারের নিয়ে মহাসড়কে...

গ্রেপ্তার ৩ , যুবলীগ নেতার বাড়িতে এনসিপির প্রতিনিধি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি

খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে এনসিপির প্রতিনিধি পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা...
সর্বশেষ সর্বাধিক পঠিত