টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ থেকে নিয়ন্ত্রক কতৃপক্ষ আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার বাদ দিয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদেরও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কাভারের জন্য আইসিসিত করা সব বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো এমন এক বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ দল তো থাকছেই না, থাকছেন না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও।
বহু বছর ধরেই বাংলাদেশের সংবাদমাধ্যমকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ-বিদেশের সিরিজ কাভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে না খেললেও আন্তর্জাতিক আসরে সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে। তবে সংশ্লিষ্ট অনেকেই এটিকে আইসিসির স্বৈরাচারী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। তাঁদের মতে বাংলাদেশ ভারত সফর নিয়ে আপত্তি করেছিলো, শ্রীলঙ্কা নিয়ে নয়। তাহলে শ্রীলঙ্কার খেলাগুলোও কেনো কভার করার অনুমতি দেওয়া হবে না? বাংলাদেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্টরা বরং মনে করছেন, এর মাধ্যমে আইসিসি নিজেই প্রমাণ করে দিলো, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের ভারত সফর নিরাপদ নয়।