Tuesday, December 16, 2025

মোহাম্মদপুরের মা-মেয়ে খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

[acf field="reportername"]
আরও পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে পৈশাচিকভাবে খুনের ঘটনায় একমাত্র সন্দেহভাজন বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তথ্যসূত্র মতে গ্রেপ্তারের সময় তার হাতে ব্যান্ডেজ পরিলক্ষিত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, ওই উপজেলায় দাদা শ্বশুরের বাড়িতে ছিলেন আয়েশা এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিবেদককে নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।’ পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে পুলিশ সূত্রে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গৃহকর্মী আয়শার গ্রেপ্তারস্থল বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের গ্রামের বাড়ি। নলছিটি থানার ওসি আশরাফ আলী কালের কণ্ঠকে বলেন, ‘আয়েশার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত ঢাকা থেকে জানাবে। এদিকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিতদের ভাষ্যমতে আয়েশার হাতে ব্যান্ডেজ পরিলক্ষিত হয়। তার বাম হাতের কব্জিসহ তালু পর্যন্ত ব্যান্ডেজ রয়েছে। পুলিশের ধারণা, হত্যার সময় আয়েশা আঘাত পেয়ে থাকতে পারে। উল্লেখ্য গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক জনাব আ জ ম আজিজুল ইসলাম।

সূত্র :- নিজস্ব প্রতিবেদক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img