রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে পৈশাচিকভাবে খুনের ঘটনায় একমাত্র সন্দেহভাজন বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তথ্যসূত্র মতে গ্রেপ্তারের সময় তার হাতে ব্যান্ডেজ পরিলক্ষিত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, ওই উপজেলায় দাদা শ্বশুরের বাড়িতে ছিলেন আয়েশা এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিবেদককে নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।’ পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে পুলিশ সূত্রে আশাবাদ ব্যক্ত করা হয়।
সূত্র :- নিজস্ব প্রতিবেদক
