Tuesday, December 16, 2025

এইচ ১ বি ভিসা বৃদ্ধির ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে ২০ টি মার্কিন প্রদেশ

[acf field="reportername"]
আরও পড়ুন
ফাইল ফটো – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এইচ-১বি ভিসা ফিস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে নিজের দেশেই প্রশ্নের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। ওই ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে আমেরিকার ২০টি প্রদেশ। মূলত ডেমোক্র্যাটশাসিত প্রদেশগুলিই এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প-নীতির বিরুদ্ধে জোট বাঁধছে। ২০টি প্রদেশের মধ্যে রয়েছে ক্যালিফর্নিয়াও। ওই প্রদেশে়র অ্যাটর্নি জেনারেল রব বন্টা সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির কারণে বহু সংস্থা বিদেশের দক্ষ কর্মীদের নিয়োগ করতে পারছে না। ফলে ক্যালিফর্নিয়া-সহ বিভিন্ন প্রদেশে স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মীসঙ্কট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করার জন্য মার্কিন সংস্থাগুলিকে এইচ-১বি ভিসার ব্যবস্থা করতে হয়। নয়া বিধি অনুসারে, বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলিকে এক লক্ষ ডলার দিতে হচ্ছে ট্রাম্প সরকারকে। আগে এই ভিসার জন্য আমেরিকার কোনও সংস্থাকে মাত্র ৯৬০ ডলার থেকে সর্বোচ্চ ৭৫৯৫ ডলার খরচ করতে হত।

অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img