চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে। আইএসপিএস কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন পাওয়া যাওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দর এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি অর্জন করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আইএসপিএস (ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি) কোড হলো আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো। যার মূল উদ্দেশ্য হলো জাহাজ ও বন্দর স্থাপনাসমূহে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করা। এ কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধানতম প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে বন্দর সচিব জানান, এর মাধ্যমে বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা আগের চাইতে অনেক বেশি সুদৃঢ় হয়েছে।
বিশ্বের অন্যান্য বন্দরের ন্যায় চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়ন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়ন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বেই ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। পরিদর্শনকালে ইউএস কোস্টগার্ড আইপিএস প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইএসপিএস কোড বাস্তবায়নের অবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট অবকাঠামো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন। পরিদর্শনের সংক্ষিপ্ত বিবৃতিতে বন্দর এলাকায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, পেশাদার জনবল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ইতিবাচকভাবে উল্লেখ করা হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার মান ও সক্ষমতা আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
বন্দর সচিব জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইএসপিএস কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে সামগ্রিকভাবে বন্দরের পরিচালন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে জোরালো অবদান রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক ও অনলাইন ডেস্ক
