Friday, December 19, 2025

বিজয় দিবসে নগরে বোধনের পথে পথে বিজয়-গাথা

[acf field="reportername"]
আরও পড়ুন

তীর হারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা ক’জন নবীন মাঝি…, কিংবা মুক্তির মন্দির সোপান তলে, কতপ্রাণ হল বলিদান…, পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল.., নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ঐ নীলে অগণিত, আর নিচে গ্রাম,গঞ্জ, হাট জনপদ,লোকালয় আছে উনসত্তর…. , কবিতা ও মুক্তিযুদ্ধ চলাকালীন গানের সংকলনে শিল্পীদের সমবেত অংশগ্রহণে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সকালে নগরে আয়োজন করেছে “বোধনের পথে পথে বিজয়-গাথা”। যেখানে গণমানুষের সন্মুখে উদাত্ত কণ্ঠে কখনো বেজে ওঠে ১৯৭১ সালের এই দিনের বীরত্ব গাথা, কখনো বর্ণন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল টুকটুকে সূর্যের সেই অম্লান চিরসবুজ স্মৃতি। যে বার্তা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ভ্রাম্যমাণ মঞ্চে কথা, গানে, কবিতায় পংক্তিতে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বীর বাঙালির মেহনতী জনতার সংগ্রামী মননে চেতনার বাতিঘর জ্বলজ্বল করে রাখে। এরই এবারো এর ধারাবাহিকতায় বোধনের আবৃত্তিশিল্পীরা নগরীর শহীদ মিনার সংলগ্ন ও চেরাগীপাহাড়ের রাজপথে বিজয় দিবসের তাৎপর্যপূর্ণতা তুলে ধরে। পুরো আয়োজনে গানে কণ্ঠে নেতৃত্ব দিয়েছেন শিল্পী সুশোভন চৌধুরী ও শান্তা সেনগুপ্তা। তবে স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা সমুন্নত রাখতে একক কবিতা পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, ইসমাইল চৌধুরী সোহেল, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, মলিনা মজুমদার, শ্রেয়সী স্রোতস্বিনী, জলিল উল্লাহ, হাসিবুল ইসলাম শাকিল, রমা দাশগুপ্তা, শ্যামলী চৌধুরী, ইয়াস চৌধুরী, আনভিতা আরুশী পূবাই প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img