রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

‘কথা বলছে না কেন, আমার আব্বুর কী হয়েছে ?

মেইল ডেক্স
‘আমার আব্বুর কী হয়েছে? আমার আব্বু কথা বলছে না। আব্বু কি আর আসবে না।’মঙ্গলবার (২০ জানুয়ারি) পতেঙ্গায় র‍্যাব ৭–এর কার্যালয় প্রাঙ্গণে উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেন ভূঁইয়ার শেষ গোসলের সময় এভাবেই কান্না করছিল ইসরাত জাহান। পঞ্চম শ্রেণির ছাত্রী ইসরাতের কান্না হৃদয় ছুঁয়ে যায় সবার।
ইসরাত জাহানের কান্নার সঙ্গে জড়িয়ে যাচ্ছিল একটি শব্দ ‘আব্বু’ ‘আব্বু’।দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ডিএডি মোতালেবের লাশ পতেঙ্গা র‍্যাব ৭–এর কার্যালয়ে আনা হয়। তার আগে থেকেই মোতালেবের স্ত্রী শামসুন্নাহার, বড় ছেলে মেহেদী হাসান, বড় মেয়ে শামিমা জান্নাত ও ছোট মেয়ে ইসরাত জাহানসহ কয়েকজন আত্মীয় কুমিল্লা সদরের অলিপুরের বাড়ি থেকে এসে পৌঁছেছিলেন। সেখানে জানাজার পর মোতালেবের লাশ নেওয়া হয় গ্রামের বাড়িতে।
আকস্মিক এমন সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না মোতালেবের স্বজনেরা। গতকাল সংবাদটা পাওয়ার পর থেকে শোকে স্তব্ধ হয়ে যান তাঁরা। মোতালেবের স্ত্রী শামসুন্নাহার একেবারেই ভেঙে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার সব শেষ হয়ে গেল। ছেলে-মেয়ে নিয়ে কী করব? আমার স্বামীকে কেন হত্যা করা হয়েছে? এভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’

র‍্যাবের উপসহকারী পরিচালক ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া

আর কিছু বলতে পারলেন না তিনি। সন্তানদের জড়িয়ে ধরে কেবল নিজের পড়ে যাওয়া ঠেকিয়ে রাখছিলেন কেবল।

বাবা হত্যার বিচার চায় মোতালেবের বড় মেয়ে দশম শ্রেণির ছাত্রী শামিমা জান্নাত। ‘এভাবে আমার বাবাকে কেউ মেরে ফেলবে কেন। বাবা তো, আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়েছিল। কেন তাকে মরতে হলো।’ তার কণ্ঠে শোকাশ্রু।

মোতালেবের বড় ছেলে তেজগাঁও সরকারি কলেজের স্নাতকের ছাত্র মেহেদী হাসান বলেন, বাবার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক ছিল। সবসময় মা ও বোনদের দেখে রাখার জন্য বলতেন। ভালোভাবে যাতে পড়াশোনা করি পরামর্শ দিতেন। বাবাকে হারিয়ে এখন আমরা দিশেহারা। আমাদের কী হবে, জানি না। আমার বাবা হত্যায় জড়িতদের শাস্তি চাই। আমার বাবাকে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দেবেন।’

প্রসঙ্গত, নায়েব সুবেদার (জিডি) মো. মোতালেব হোসেন ভূঁইয়া কুমিল্লা জেলার সদর অলিপুর গ্রামে ১৯৭৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত আব্দুল খালেক ভূঁইয়া। তিনি ১৯৯৫ সালের ৭ জুলাই বিজিবির চাকরিতে যোগ দেন। দেশের বিভিন্ন বিজিবি সেক্টরে চাকরি করেন। ২০২৪ সালের ২৬ এপ্রিল র‌্যাব-৭ এ যোগ দেন। ৩০ বছর ৬ মাস ১২ দিন চাকরি করেন তিনি।

সম্পর্কিত খবর

চিন্ময়সহ ৩৯ জনের বিচার শুরুর আদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর...

জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ...

সাকিব আবার লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার জন্য বাংলাদেশের যেসকল ক্রিকেট ভক্তরা মন খারাপ করে আছেন তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দারুণ একটি সুখবর দিয়েছে।...

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : জনাব তারেক রহমান

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের  জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বক্তৃতা শুরু করে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা...

আজ থেকে পোস্টাল ভোট শুরু

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ ২১ জানুয়ারি বুধবার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সংগীত উৎসব অনুষ্ঠিত

চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী সংগীত উৎসব ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে...
সর্বশেষ সর্বাধিক পঠিত