ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিবন্ধিত সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার বিশাল রেকর্ডের অধিকারী হয়েছে।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির সদস্য সংখ্যা পৌঁছেছে ১৮০ মিলিয়ন বা ১৮ কোটিতে। এই সংখ্যা দিয়ে তারা চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)-কে পিছনে ফেলেছে, যার সদস্য সংখ্যা ৯৮.০৪ মিলিয়ন। উল্লেখ্য এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত ছিল।
তৃতীয় স্থানে ভারতেরই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার সদস্য সংখ্যা ৫০ মিলিয়ন। চতুর্থ ও পঞ্চম স্থানে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টি (৪৭.১৩ মিলিয়ন) এবং রিপাবলিকান পার্টি (৩৬.০১ মিলিয়ন)। ছয় নম্বরে তামিলনাড়ুর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কঝগম (এআইএডিএমকে) ১৬ মিলিয়ন সদস্য নিয়ে। সাতে তুরস্কের একে পার্টি (একেপি) ১১.২৪ মিলিয়ন, আটে ইথিওপিয়ার প্রসপারিটি পার্টি ১১ মিলিয়ন, নয়ে ভারতের আম আদমি পার্টি ১০.০৫ মিলিয়ন এবং দশে পাকিস্তানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১০ মিলিয়ন সদস্য নিয়ে। উল্লেখযোগ্যভাবে শীর্ষ দশটি রাজনৈতিক দলের চারটিই ভারতের।
সূত্র – কলকাতা নিউজ 24.com
