ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। আজ সোমবার বেলা ৩টার একটু আগে নিজের ফেসবুকের ওয়ালে এক পোস্টে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তাঁর নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।
