বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাঁচানো গেল না শিশুটিকে…!

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার

মেইল ডেক্স

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটিকে বাঁচানো গেল না,উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এদিন বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু মেজবাহ উদ্দিন। পরে তাকে উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শিশুটি ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির ঘরের ৩০ থেকে ৪০ ফুট দূরে গত ৪-৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ বসানো হয়নি। আজ বিকেলে খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায় শিশুটি।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শিশুটি পড়ে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকাজের এক পর্যায়ে ১২ ফুট নিচে শিশুটির অবস্থান নিশ্চিত হয় ফায়ার সার্ভিস। পরে পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করা হয়। আশপাশের লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাউজান থানার ওসি এর আগে বলেন, শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের কাছাকাছি একটি বাড়ির সাইফুল ইসলামের ছেলে। তার গর্তে পড়ে যাওয়ার খবর পরিবারের সদস্যরা দিয়েছিল। “বিকাল সাড়ে ৫টার পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ওই নলকূপের গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ পাওয়ার কথা আমাদের বলেছে।”

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। মৃত অবস্থায় ৩০ ফুট গভীর গর্ত থেকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয় তাকে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আজ বিকেল চারটার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে। রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

সম্পর্কিত খবর

ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে...

বিদেশ নির্ভর রাজনীতি জনগণ প্রত্যাখান করবে : জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী

মঙ্গলবার ২৭ জানুয়ারি তারিখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর নালাপাড়া এলাকায়...

সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে : প্রধান উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের  অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীকে নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সোমবার ২৬ জানুয়ারি ঢাকায় সেনাসদরে...

সাবেক ডিএমপি কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদন্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ...

সুজন চিসতি ও হস্তশিল্প

সুজন চিসতি ও হস্তশিল্প আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য লোকজনের বসবাস। অনেক গুণে গুনান্বিত তারা যাদের অনেককেই দেশের শহরের লোকজন চেনেনা। আজ চেরাগিতে এমন একজনকে...

‘চট্টগ্রাম তো একটা জীবন্ত আর্ট গ্যালারি’

ডানা ওয়াইজের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বর্তমানে স্থায়ীভাবে বসবাস ফ্রান্সের প্যারিসে। কানাডীয় বংশোদ্ভূত এই ফরাসি শিল্পী তাঁর  ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক শিল্পকর্মের জন্য সারা বিশ্বে...
সর্বশেষ সর্বাধিক পঠিত