Wednesday, December 17, 2025

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

[acf field="reportername"]
আরও পড়ুন

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে আগামী বছর দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা–উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে ৩ লাখ ৫ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৮৯টি সরকারি স্কুলে ভর্তির জন্য ১ লাখ ৭ হাজার ৫২১ জন এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ভর্তির জন্য ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়। লটারি প্রক্রিয়া সম্পন্ন হলে দুপুরে পৌনে ৩টায় নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী। তিনি বলেন, এখন দুটি অপেক্ষমান তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।অপেক্ষমান তালিকা প্রণয়নের কাজ শেষ হয় সন্ধ্যায়। সন্ধ্যা ৬টা পাঁচ মিনিটে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি স্কুলে ভর্তির প্রথম অপেক্ষমান তালিকায় ৮৪ হাজার ৮৮৩ জন স্থান পেয়েছেন, আর দ্বিতীয় অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন ৬২ হাজার ৫৭২ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির প্রথম অপেক্ষমান তালিকায় ৯৭ হাজার ৫৬২ জন এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকায় ৬৩ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। ডিজিটাল লটারির ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে (https;//gsa.teletalk.com.bd) এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

ভর্তি শুরু ১৭ ডিসেম্বর: লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে জানিয়ে ইউনুস ফারুকী বলেন, এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমাণ তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষামান তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। সকালে সরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি প্রক্রিয়া উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া ও উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। পরে বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি প্রক্রিয়া উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। ডিজিটাল লটারি প্রক্রিয়ায় সহায়তা দেওয়া রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটকের পক্ষ থেকে বিকাল পৌনে ৩টায় ভর্তি কমিটির সদস্য সচিব ইউনুস ফারুকীর হাতে ফলাফল হস্তান্তর করা হয়।

নিজস্ব সংবাদদাতা ও অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img