
ভয়াবহ প্রাণঘাতী আক্রমণের শিকার হয়ে গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশে বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
