রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

ভয়াবহ ট্র্যাজেডি থেকে রক্ষা পেলো মিরসরাই !

মহাসড়কে গড়াগড়ি খাচ্ছিল শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

চট্টগ্রাম মেইল ডেক্স

ঘটনাটি সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটা মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই ঘটনা মহাসড়কে। একটি এলপিজি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান শতাধিক স্তুপ করা গ্যাস সিলিন্ডারের নিয়ে মহাসড়কে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বিপত্তি ঘটলো নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিভাজকে সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানটি উল্টে গেল। কাভার্ডভ্যান যখন নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে সাথে ধাক্কা লাগলো তখন একজন পথচারী ভিক্ষুক থেঁতলে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত আব্দুর রহমান (৪২) উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা৷ তিনি কিছুটা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় একজন ভিক্ষুক ৷ এতে চালক ও হেলপার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এরপর কাভার্ডভ্যানে অরক্ষিতভাবে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার গুলো একে একে গড়িয়ে পড়ল পুরো রাস্তা জুড়ে। পরে ঘটনাস্থলের গিয়ে জানা যায়, গ্যাস সিলিন্ডার গুলো খালি থাকায় বড় ধরনের ট্রাজেডি থেকে রক্ষা পেয়েছে। না হলে আজ সীতাকুন্ডের পর মিরসরাইতে ঘটতে পারতো ভয়াবহ এক ট্রাজেডি।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যস্ততম মহাসড়কে অরক্ষিতভাবে এ ধরনের প্রায়ই গ্যাস সিলিন্ডার রিফিল করার জন্য ঝুঁকিপূর্ণভাবে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় একজন নিহত দুজন আহত হলেও আশেপাশে দোকানপাট মানুষজন এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বলে  জানান।

গুরুতর আহত হেলপার

সকাল ৯টায় সরেজমিনে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিজামপুর বাজারে পদচারী–সেতুর নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাত হয়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি। স্থানীয় কিছু মানুষ মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্যাস সিলিন্ডার যাতে চুরি না হয়, সেই দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার কারণে ওই স্থানে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের বিকল্প রাস্তায় ধীরগতিতে চলাচল করতে হয় চট্টগ্রামমুখী বিভিন্ন যানবাহনকে। এতে চট্টগ্রামমুখী লেনের নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় তৈরি হয় যানজট। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও ভ্যানচালক মো. সালাউদ্দিন। তিনি বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর কাত হয়ে পড়ে। এতে ট্রাকে থাকা শত শত গ্যাস সিলিন্ডার রাস্তায় ছড়িয়ে পড়েছে। মো. সালাউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর কিছু লোক গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমরা কাউকে নিতে দিইনি। হাইওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়েছে।’

মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে আছে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক।

জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন সকাল ১০টার দিকে বলেন, ‘নিজামপুর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক–দুর্ঘটনার বিষয়টি জেনেছি। দুর্ঘটনাস্থলে আমাদের লোকজন গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তি পথচারী বলে জানতে পেরেছি। তাঁর পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।’ দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীর কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে৷ বিস্তারিত তথ্য পরে জানানো যাবে ৷ সড়কের চট্টগ্রাম মুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।

সম্পর্কিত খবর

বয়কটের হুমকি দিয়েও পাকিস্তান দল ঘোষণা করলো

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন নাটকীয় মোড় সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় গতকালও...

বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, স্কটল্যান্ড ইন

বাংলাদেশকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে বাদ দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কতৃপক্ষ আইসিসি চূড়ান্ত করেছে। গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের...

ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক : প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিগত ৭৬ বছরে ভারত একটি দরিদ্র দেশ থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে—একটি...

সাফ আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালি অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের অবিশ্বাস্য...

জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ...

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : জনাব তারেক রহমান

বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের  জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাঁর বক্তৃতা শুরু করে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা...
সর্বশেষ সর্বাধিক পঠিত