সুজন চিসতি ও হস্তশিল্প
আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য লোকজনের বসবাস। অনেক গুণে গুনান্বিত তারা যাদের অনেককেই দেশের শহরের লোকজন চেনেনা। আজ চেরাগিতে এমন একজনকে দেখা গেলো। নাম সুজন চিসতি। বাড়ি যশোরে। বেড়াতে এসে বর্তমানে তিনি অবস্থান করছেন চট্টগ্রামে। নগরীর চেরাগি পাহাড় এলাকার ফুলের দোকানসংলগ্ন ফুটপাতে বসেই খেজুর গাছের ডাল দিয়ে তার নিপুণ হাতে তৈরি হচ্ছে ‘সূর্যমুখী ফুল’।
সুজন চিসতি জানান, ২০০৫ সালে ভারতের চেন্নাই শহরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় তিনি এই কাজটি রপ্ত করেন, যদিও এটি মূলত তার নিজস্ব মেধা ও সৃজনশীলতার ফসল। প্রতিটি ফুলের দাম রাখা হয় ৩০০ টাকা। পোশাক কিংবা চেহারায় দারিদ্র্যের ছাপ থাকলেও তার তৈরি কাজে ফুটে ওঠে বর্ণাঢ্য সৌন্দর্য ও শিল্পীসত্তার পরিচয়। এসব শিল্পীদের রাষ্টের পৃষ্ঠপোষকতা মিললে বাংলার কুটির ও হস্তশিল্পের ঐতিহ্য আরো দৃঢ় হবে।
