শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জনাব তারেক রহমানের

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোটকেন্দ্র পাহারা দিতে বলেছেন জনাব তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে এবং যে-কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১২ তারিখে যে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটের অধিকার এক সময় বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরিবার আপনজন হারিয়েছে। ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে, যারা আগে ও এখন- সব সময়ই ক্ষমতার সঙ্গে ছিল।গত ১৬ বছরের রাজনৈতিক  আন্দোলন-সংগ্রামে তাদের কোথাও দেখা যায়নি। তারা মাঠে ছিল না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গেই ছিল। তিনি ভোটারদের নির্দেশনা দিয়ে বলেন, সকাল ৭টায় ভোটকেন্দ্র খুলবে। ঠিক সেই সময়েই ভোট দেওয়া শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না। ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের ভুলে গেলে চলবে না। ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে জনাব তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন আছে, কিন্তু লাইন নড়ে না। বুঝতে হবে ভেতরে সিল মারা শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জমজমাট জনসভা শেষে নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন জনাব তারেক রহমান। পরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

সম্পর্কিত খবর

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন : জনাব আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক।...

নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : জনাব তারেক রহমান

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি কোটা রাখা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। তিনি...

বয়কটের হুমকি দিয়েও পাকিস্তান দল ঘোষণা করলো

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন নাটকীয় মোড় সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় গতকালও...

বিদেশ নির্ভর রাজনীতি জনগণ প্রত্যাখান করবে : জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী

মঙ্গলবার ২৭ জানুয়ারি তারিখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর নালাপাড়া এলাকায়...

ভান্ডারী মূলা…

ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের এই মুলাটি বিশেষভাবে খ্যাতি আছে। যদিও স্থানীয়রা এটাকে ভান্ডারী মূলা নামে পরিচয় দেয়। এই মুলার ওজন ২ থেকে ১০ কেজি পর্যন্ত...

‘চট্টগ্রাম তো একটা জীবন্ত আর্ট গ্যালারি’

ডানা ওয়াইজের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। বর্তমানে স্থায়ীভাবে বসবাস ফ্রান্সের প্যারিসে। কানাডীয় বংশোদ্ভূত এই ফরাসি শিল্পী তাঁর  ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক শিল্পকর্মের জন্য সারা বিশ্বে...
সর্বশেষ সর্বাধিক পঠিত