Wednesday, December 17, 2025

আবৃত্তি, গান ও প্রদীপ প্রজ্জ্বলনে বোধনের বিজয় পূর্বসন্ধ্যা উদযাপন

[acf field="reportername"]
আরও পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চেরাগি চত্বরে ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্জ্বলন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে আলোচনা করেন এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী। আবৃত্তিশিল্পী মোহিনী সংগীতা সিংহ’র সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, লাভলী আক্তার নিশাত, রীমা দাশ, অনিমেষ পালিত, প্রিয়ন্তী বড়ুয়া, অরিত্র রোদ্দুর ধর, অর্চি দত্ত তিলোত্তমা, হোসনে আরা নাজু, অর্ণি বণিক, অর্পিতা চৌধুরী। সংগীত পরিবেশন করেন বোধন সদস্য দেবলীনা চৌধুরী ও শাওন প্রিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন এ্যাড. হারাধন চন্দ্র দে, বোধন সদস্য পৃথুলা চৌধুরী, সুতপা মজুমদার, নন্দিতা দাম তূর্ণা, নিশি চৌধুরী জুঁই, যশ্বস্বী বণিক, হাবিবুর রহমান, মোহাম্মদ তাহসিন, অপু মজুমদার প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img