Wednesday, December 17, 2025

হাদির শারীরিক অবস্থা আগের চাইতে স্থিতিশীল হয়েছে

ওসমান হাদির শারীরিক অবস্থা আগের চাইতে স্থিতিশীল হয়েছে বলে জানা গেছে।

[acf field="reportername"]
আরও পড়ুন

সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট আগের চাইতে স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করেছে।  ডাক্তারদের মতে হাদির অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে।

সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করে, এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেয়া শুরু করে। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। এবং তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করে। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা আরো স্থিতিশীল হলে তার জন‍্য অতি প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত দুইটা পর্যন্ত) একে একে সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওসমান হাদির সুচিকিৎসার জন‍্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোর্স: রেডিও পদ্মা নিউজ ও অনলাইন ডেস্ক

Latest News

More Articles Like This

- Advertisement -spot_img